তাদের মুখে ছাই দিয়েছেন স্পিকার

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘৫ জানুয়ারি নির্বাচন নিয়ে যারা প্রশ্ন তোলেন, স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী কমনওয়েলথ পার্লামেন্টারি এসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হয়ে তাদের মুখে ছাই দিয়েছেন।’
শুক্রবার দুপুরে সেগুনবাগিচার বীরোত্তম খাজা নিজাম উদ্দিন মিলনায়তনে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত ‘চলমান রাজনীতি ও বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, ‘দেশে অনেক বিদগ্ধজন রয়েছেন যাদের কাজই হল বিশেষ কয়েকটি দূতাবাসে গিয়ে সেখানকার কর্মকর্তাদের পা টেপা। তারা কেউ জীবনে এমপি হতে পারেননি। বিএনপি তাদের সুরে সুর মিলিয়ে ভুল করেছে। স্পিকার শিরিন শারমিন তাদের সবার মুখেই ছাই দিয়েছেন।’
বেগম খালেদা জিয়া জঙ্গিবাদের পৃষ্ঠপোষক দাবি করে তিনি বলেন,‘ বাংলাদেশ নিয়ে এখনও ষড়যন্ত্র চলছে। জঙ্গিবাদী চক্র সক্রিয় রয়েছে। এদের নেটওয়ার্ক এখন বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে ছড়িয়ে পড়েছে। খালেদা জিয়া এদের সঙ্গে জোট করেন। তাই এদের কাছে দেশ ও রাজনীতি নিরাপদ নয়।’
বিএনপিকে দুর্দশাগ্রস্ত অভিহিত করে ড. হাসান মাহমুদ বলেন, ‘বিএনপির বর্তমান দুর্দশার জন্য বেগম খালেদা জিয়াই দায়ী। তাই খালেদা জিয়া আপনি নেতৃত্ব ছাড়ুন। নেতৃত্ব অন্য কারও কাছে দিন। দেখবেন বিএনপি আরো ভালো করবে।’
তিনি বলেন, ‘ ঈদের দিন খালেদা জিয়া বলেছেন, দেশের মানুষ ভালো নেই। আসলে দেশের মানুষ ভালো আছে। ভালো নেই খালেদা জিয়া। তার পুত্ররা দুর্নীতির অভিযোগে দেশ ছাড়া। তার তো ভালো থাকার কারণ নেই।’
স্বাধীনতা পরিষদের উপদেষ্টা হাসিবুর রহমান মানিকের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের কার্যনির্বাহি কমিটির সদস্য সুজিত রায় নন্দী, অগ্রণী ব্যাংকের পরিচালক বলরাম পোদ্দার, ব্যারিস্টার জাকির আহমেদ প্রমুখ।



মন্তব্য চালু নেই