‘তাচ্ছিল্যের’ প্রতীক নিয়ে প্রতিবাদ জানালো বিএনপি

পৌরসভা নির্বাচনে নারী কাউন্সিলর প্রার্থীদের জন্য নির্বাচন কমিশনের বরাদ্দ করা প্রতীক নিয়ে সারা দেশ ব্যাপী আলোচনা-সমালোচনা চলছে। এবার এ প্রতীক নিয়ে মুখ খুললো বিএনপিও। বরাদ্দকৃত প্রতীক অত্যন্ত লজ্জাজনক, দুঃখজনক ও অসম্মানের দাবি করে এর প্রতিবাদও জানিয়েছে দলটির অঙ্গসংগঠন জাতীতাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক শিরীন সুলতানা।

বৃহস্পতিবার দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে নারী প্রতীকের বিষয়ে প্রতিবাদ জানাতে এসে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এর আগে শিরীন সুলতানার নেতৃত্বে ৭ সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার বরাবর একটি স্মারকলিপি ইসি সচিব মো. সিরাজুল ইসলামের কাছে জমা দেন।

শিরীন শারমিন বলেন, ‘পৌরসভা নির্বাচনে আপনারা দেখেছেন নির্বাচন কমিশন মহিলা প্রাথীদের সংরক্ষিত আসনের জন্য চুড়ি , ফ্রক, পুতুলসহ যে প্রতীকগুলো দেয়া হয়েছে এ গুলো আমাদের মহিলাদের জন্য অপমানকর ,অবমূল্যায়ন ও অসম্মান করা হয়েছে।’

তিনি আরো বলেন, ‘মহিলারা সারাবিশ্বে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য নারী সমাজে গৌরবোজ্জ্বল কারণে নারীরা সম্মানিত হচ্ছে। পৌরসভা নির্বাচনে প্রতীক বরাদ্দের ক্ষেত্রে নারীদেরকে যেভাবে অবমূল্যায়ন করা হয়েছে তাতে গোটা জাতি হতবাক ও বিস্মিত। এতে করে নারী জাতিকে নির্বাচন কমিশন চুড়ি, পুতুল, ফ্রক প্রতীক দিয়ে আদিম যুগে নিয়ে যাওয়া হচ্ছে। মহিলা দল মনে করে এ ধরনের প্রতীক বরাদ্দের মাধ্যমে নারীদের অপমান, মর্যাদায় আঘাত করা হয়েছে।’

ইসির পক্ষে প্রতীক পরিবর্তনের কোনো আশ্বাস দেয়া হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘কমিশনের পক্ষে আমাদের জানানো হয়েছে, সময় স্বল্পতার কারণে এবার চেঞ্জ করা সম্ভব না। আমরা বলেছি, আপনারা সিটি নির্বাচনেও কথা দিয়েছিলেন কিন্তু আমরা অবাক বিস্ময়ে লক্ষ্য করলাম এবারও আপনারা এ ধরনের প্রতীক বরাদ্দ রেখেছেন।’

সিইসি মিটিং এ ব্যস্ত থাকায় সচিবের সঙ্গে কথা বলেছেন জানিয়ে তিনি বলেন, ‘আমরা কমিশনকে বলেছি আমাদের প্রতীক কেন বিমান হবে না, ফুটবল হবে না। তারা আমাদের আশ্বাস দিয়েছেন আগামীতে এ ধরনের প্রতীক নারীদের দেয়া হবে।’

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার প্রচারণা নিয়ে তিনি বলেন, ‘আজ আমাদের দলের স্থায়ী কমিটির বৈঠক আছে সেখানে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে আপনারা তা জানতে পারবেন।’

প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন, যুগ্ম-সম্পাদক বিলকিস জাহান, সাংগঠানিক সম্পাদক বিলকিস ইসলাম, সহ-সভাপতি রাবেয়া সিরাজ, নির্বাহী সদস্য রহিমা শিকদার, লায়লা বেগম ও ফরিদা ইয়াসমিন।



মন্তব্য চালু নেই