তলোয়ারী হাতে চাঁদাবাজী, দোকানিকে বাঁচালো কাস্টমার (ভিডিও)
হঠাৎ কালো মুখোশ পরা এক লোক এসে কাউন্টারে বসা লোকটিকে তলোয়ার দিয়ে আঘাত করলো। কিন্তু ভাগ্য ভালো লোকটি সরে যাওয়ায় কোপটা গিয়ে পড়লো চেয়ারের হাতলে।
মুম্বাইয়ের একটি দোকানে বসানো নিরাপত্তা ক্যামেরায় ধারণকৃত ভিডিও এটি। এতে দেখা যাচ্ছে ওই সময় দাড়ি বিশিষ্ট সাদা পাঞ্জাবি পরিহিত এক লোক তাকে রক্ষা করলেন। তিনি ছিলেন দোকানের খরিদ্দার।
পরে জানা যায় ওই দোকান মালিকের নাম রজনিশ সিং ঠাকুর। তিনি শারীরিক প্রতিবন্ধী। কিছুদিন আগেও হাসপাতালের আইসিইউতে ছিলেন।
এ ঘটনায় সন্দেহভাজন চার জনকে আটক করেছে পুলিশ।
ঘটনাটি ঘটে গত মঙ্গলবার দিবাগত রাতে। এটি ছিল একটি মোবাইল ফোনের দোকান।
জানা গেছে, স্থানীয় চাঁদাবাজরা নিয়মিত এক হাজার রুপি চাঁদার দাবিতে একাধিকবার ধমকে গেছে। এর জেরেই ঠাকুরকে হত্যার উদ্দেশ্যেই এ হামলা চালানো হয়েছিল।
ভিডিও:
মন্তব্য চালু নেই