তরুণীর নরম হাতের গড়ম চড় খেলেন সালমান !

শিরোনামটি পড়ে সালমান ভক্তদের নিশ্চয়ই ভিমড়ি খাওয়ার যোগাড়! ‘দাবাং’ তারকা সালমান খান যেখানে একাই একশো, সেখানে একজন তরুণীর কাছে কেমন করে কাবু হলেন। তবে আশ্চর্যের বিষয় হলেও ঘটনা সত্য। সম্প্রতি এক তরুণীর নরম হাতের চড় খেয়েছেন সাল্লু মিয়া। তবে বাস্তবে নয়, বরং রুপালি পর্দায়।

ফিল্মিবিট জানায়, বহুল প্রতিক্ষীত সিনেমা ‘প্রেম রতন ধন পায়ো’তে সালমানকে এক তরুণীর হাতে চড় খেতে দেখা যাবে। ওই তরুণী আর কেউ নন, সিনেমায় সালমানের বোন চরিত্রে অভিনয়কারী সোয়ারা ভাস্কর। এ ছাড়া সালমানের বিপরীতে অভিনয় করছেন গ্ল্যামার ও ফ্যাশন আইকন সোনম কাপুর।

ভাই বোনের খুনসুটি তো সবারই জানা। আর সিনেমায় তেমনই এক দুষ্টুমির অংশ হিসেবে সালমানকে বোন সোয়ারা গালে চড় মারবেন। সোয়ারার ধারণা, পর্দায় চড় মারতে দেখে সালমান ভক্তরা সিট থেকে উঠে পড়বে তাকে চড় মারার জন্য।

যাই হোক, তরুণীর হাতে চড় হোক আর সোনমের সঙ্গে প্রেম— সালমান ভক্তদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। সুরাজ বারজাতিয়া পরিচালিত ‘প্রেম রতন ধন পায়ো’ মুক্তি পাবে দিওয়ালিতে।



মন্তব্য চালু নেই