তরুণীর ক্যামেরায় পানির নিচে পৃথিবীর ‘সবচেয়ে বড়’ অ্যানাকোন্ডা! (ভিডিও)
নাম তার কারিনা ওলিয়ানি। কাজই হলো দুনিয়ার ভয়ানক জিনিসের ছবি তোলা। এক্সট্রিম স্পোর্টস ফোটোগ্রাফার।
একদিন ব্রাজিলের ৩৩ বছরের তরুণী এই ফোটোগ্রাফার দেখতে পেলেন বড় এক অ্যানাকন্ডা। কিন্তু কিছুতেই ক্যামেরায় ধরা দিচ্ছিল না। চার দিন অপেক্ষার পর অ্যানাকন্ডার খোঁজে জলে ঝাঁপ দিলেন কারিনা। কিছুক্ষণ জলের নিচে ঘোরাঘুরে পর সন্ধান পেলেন অ্যানাকোন্ডার বাড়ির।
একটু অপেক্ষা করতেই বেরিয়ে সেই ভয়ঙ্কর সাপ! কারিনার আন্দাজ সেই অ্যানাকন্ডার ওজন ৪০০ কেজি। সেই বড় অজগরের পুরোটা দেখতে পাননি তিনি।
অত্যন্ত সতর্কতার সঙ্গে কুড়ি মিনিট ধরে সেই অ্যানাকোন্ডার ছবি তোলেন তিনি। দাবি করা হচ্ছে, পানির নিচে ক্যামেরায় ধরা পড়া এটাই ‘সবচেয়ে বড়’ অ্যানাকোন্ডা।
ভিডিও:
মন্তব্য চালু নেই