চাটখিলে তরিকত ফেডারেশন নেতা মাহবুবুল হক চিসতি :

তরিকত ফেডারেশনের সকল নেতা কর্মীকে এক হয়ে কাজ করতে হবে

ইমান বাঁচাতে হলে আকিদা ঠিক রাখতে হলে তরিকত ফেডারেশনের সকল নেতাকর্মীকে এক হয়ে আল্লাহ ও আল্লাহর রাসুলের দাওয়াত সকলের মাঝে পৌছে দিতে হবে।

শনিবার দুপুরে চাটখিল উপজেলা অডিটরিয়ামে উপজেলা তরিকত ফেডারেশনের উদ্ধোগে কর্মী সমাবেশে প্রধান অতিথির বাসনে তরিকত ফেডারেশন নেতা মাহবুবুল হক চিসতি উপরোক্ত বক্তব্য রাখেন।

উপজেলা তরিকত ফেডারেশন সভাপতি আবদুল মান্নান কাউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সমাবেশের বক্তব্য রাখেন তরিকত ফেডারেশন নেতা গাজী আনোয়ার শাহ, তরিকত ফেডারেশন নেতা ও ইউপি চেয়ারম্যান সৈয়দ মাহমুদ হোসেন তরুন, তরিকত ফেডারেশন নেতা মোঃ গোলাম নবী, শামছুন জামান মিলন, মোহাম্মদ আমিন উল্যাহ, গোলাম কিবরিয়া সেলিম ও মোহাম্মদ নুরুল আলম সহ নেতৃবৃন্দ।



মন্তব্য চালু নেই