তরবারির আঘাতে অভিনেতার মৃত্যু

মহড়া চলছিল জাপানের একটি মঞ্চ নাটকের। সে মহড়ায় ছিল তরবারি নিয়ে। কিন্তু বিপত্তি ঘটলো মহড়ার মাঝখানে। অর্থাৎ মহাড়া চলাকালিন সময় দায়গো কাশিনো নামের অভিনেতার পিটের মধ্যে তরবারি ঢুকে যায়। এরপর তাকে হাসপাতালে নেয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।

তবে ঘটনা আসলে কি ঘটেছিল সে ব্যাপারে নিশ্চিত নয় কেউই। এই হত্যাকাণ্ড উদ্দেশ্যমূলক নাকি দুর্ঘটনা সেই বিষয়টি খতিয়ে দেখছে দেশটির পুলিশ। তার সহ অভিনেতারা জানায়, তারা এক চিৎকার শুনে পেছনে ফিরে তাকিয়ে দেখেন দায়গোর পেটে তরবারি ঢুকে গেছে।



মন্তব্য চালু নেই