তবে কি বিয়েটা সেরেই নিলেন সিদ্ধার্থ-আলিয়া ?
সিদ্ধার্থ মালহোত্রর সঙ্গে কি বিয়েটা সেরেই ফেললেন আলিয়া ভট্ট? ‘রিয়েল’ লাইফে না হলেও ‘রিল’ লাইফে বর-কনের বেশে একটি বিজ্ঞাপনের ফটোশ্যুট করেছেন এই দুই বলিউড তারকা। আর সেই ছবি ঘিরেই তৈরি হয়েছে গুজব।
তাঁদের সম্পর্ক নিয়ে বলিউডে কান পাতলেই শোনা যায় গুঞ্জন। মাঝেমধ্যেই ডেটিং করেন তাঁরা। এহেন প্রেমের সম্পর্ককে আরও উস্কে দিল কোকাকোলার এই বিজ্ঞাপনটি।
ভিডিওতে দেখুন কোকাকোলার সেই বিজ্ঞাপনে বর ও কনের বেশে সিদ্ধার্থ ও আলিয়াকে
https://youtu.be/jHbCL__KKw4
এই বিজ্ঞাপনে নবদম্পতির ভূমিকায় দেখা গিয়েছে আলিয়া-সিদ্ধার্থকে। বিজ্ঞাপনটিতে মিস্টি প্রেমের গল্প আনন্দ দেবে আপনাকেও।
মন্তব্য চালু নেই