তবে কি ‘বাহুবলী ২’-এ কাজ করছেন দীপিকা?

কাটাপ্পা কেন মেরে ফেললেন বাহুবলীকে- তার চেয়েও আর একটা গুরুতর প্রশ্ন এই মুহূর্তে ঘুরে বেড়াচ্ছে বাতাসে!
‘বাহুবলী ২’-এ কি কাজ করছেন দীপিকা পাড়ুকোন?
আপাতত, দীপিকা পাড়ুকোনের ছবি সম্পর্কে যা খবর পাওয়া যাচ্ছে, সবই ভিন ডিজেলের সঙ্গে ‘এক্সএক্সএক্স’-সিরিজের। তার মধ্যেই খবর এল, ‘বাহুবলী ২’-এ প্রভাসের বিপরীতে থাকছেন মাস্তানি।
খবরটা কানে যেতেই সবার আগে নড়ে-চড়ে বসলেন খোদ ছবির পরিচালক। তার পরেই এস এস রাজামৌলির সাফ বক্তব্য, এরকম কিছু না কি তিনি নিজেই জানেন না!
তাহলে কি পুরোটাই রটনা?
একদমই তাই! টিম বাহুবলী-র বক্তব্য, একটা গুজব রটেছে আর সেটা দ্রুত ছড়িয়েও পড়েছে। তাঁরা নিজেরাও জানেন না, কে কেন এরকম একটা খবর রটালেন!
অবশ্য, উড়ো খবরের আর দোষ কী! ‘বাহুবলী ২’ নিয়ে জল্পনা-কল্পনার তো আর শেষ নেই। ফলে, নানা খবর কানে আসছেই। তার কোনোটা ঘটনা, কোনোটা বা এটার মতোই রটনা!
এখন তাহলে ঠিক কী চলছে ‘বাহুবলী ২’-এর শুটিংয়ে?
জানা গেছে, প্রভাস আর আনুশকা শেট্টিকে নিয়ে হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটিতে শুটিং করছেন রাজামৌলি। হিন্দি-তেলুগু দ্বিভাষিক ছবি ‘গাজি’-র কাজ মিটিয়ে তাড়াতাড়িই তাঁদের সঙ্গে যোগ দিচ্ছেন রানা ডুগ্গুবতিও!
এর পর সব কাজ ভালয় ভালয় মিটে গেলেই ২০১৭ সালের ১৪ এপ্রিল রুপালি পর্দায় দেখা যাবে বাহুবলীর দ্বিতীয় যাত্রা!



মন্তব্য চালু নেই