তবুও ভারতকে নিয়ে চিন্তিত পাকিস্তান

দীর্ঘ ছয় বছরেরও বেশি সময় কেটে গেল, পাকিস্তানের ঘরের মাঠে নেই আন্তর্জাতিক ক্রিকেটের কোনো টুর্নামেন্ট। অবশেষে পাকিস্তানের জন্য মিলল সুসংবাদ। আর তাদেরকে এই সুসংবাদটি দিয়েছে জিম্বাবুয়ের ক্রিকেট বোর্ড।

আগামী মাসে পাকিস্তান সফরে আসছে জিম্বাবুয়ে। এর ফলে ছয় বছরেরও বেশি সময় পর পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফিরতে যাচ্ছে। ঘরের মাঠে ফের খেলা উপভোগ করার সুযোগ পাচ্ছেন দেশটির ক্রিকেটামোদিরা।

তবে আশার মাঝেও পাকিস্তান ক্রিকেট বোর্ডের শঙ্কা যেন কাটেনি। পিসিবির কপালে ভাঁজ রয়েছে ভারতকে নিয়ে! শুধু প্রতিবেশী দেশকে নিয়েই নয়, তাদের দুঃশ্চিন্তার তালিকায় রয়েছে ভারতের মতো ক্রিকেটের সেরা দলগুলো।

এ বিষয়ে পাকিস্তানের ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান শাহরিয়ার খান বলেন, ‘আগামী মাসে পাকিস্তান সফরে জিম্বাবুয়ে আসায় ঘরের মাঠে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের দরজা খুলে গেছে। কিন্তু ভারতের মতো সেরা দলগুলোর জন্য আরো নিরাপত্তা প্রয়োজন হবে। অন্যথায় তারা আমাদের দেশে আসতে চাইবে না।’

আগামী মাসে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে পাকিস্তানে যাচ্ছে জিম্বাবুয়ে। শাহরিয়ার খানের ভাষায়, ‘আমরা প্রথমে জিম্বাবুয়ের ক্রিকেট বোর্ডের কাছে প্রস্তাব করেছিলাম। তারা উত্তরে ‘হ্যাঁ’ বলেছে। যদিও সফরটি নিশ্চিত করতে আরো কিছু কাজ বাকি রয়েছে। আশা রাখি, সেগুলো দ্রুতই সেরে ফেলব। আগামী মাসে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে পাকিস্তান সফরে আসছে জিম্বাবুয়ে। এর মধ্যে তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হবে লাহোরে। বাকি দুটি ম্যাচ হবে করাচিতে।’

প্রসঙ্গত, ২০০৯ সালের মার্চে পাকিস্তান সফরে যায় শ্রীলঙ্কা ক্রিকেট দল। সফরকারীদের ওপর আচমকা হামলা চালায় মুখোশধারী কতিপয় সন্ত্রাসী। এর জন্য পাকিস্তানের ঘরের মাঠে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।



মন্তব্য চালু নেই