ঢাবি ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

২১ জন সহ-সভাপতি এবং ৯ জন করে যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক রেখে বাংলাদেশ ছাত্রলীগের সর্বোচ্চ ইউনিট ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

শনিবার (২১ মে ) বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ২০১ সদস্যবিশিষ্ট এ কমিটি ঘোষণা করেন শাখা ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান ও সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স।

পূর্ণাঙ্গ কমিটিতে ২০০৮-০৯ থেকে ২০১৩-১৪ সেশনের শিক্ষার্থীরা পদপ্রাপ্ত হয়েছেন। এর আগে ২০১৫ সালের ১১ জুন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই মাসের ১৮ জুন আবিদ আল হাসানকে সভাপতি ও মোতাহার হোসেন প্রিন্সকে সাধারণ সম্পাদক করে দুই সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। কমিটির মেয়াদ শেষ হওয়ার এক মাস বাকি থাকতেই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হল।



মন্তব্য চালু নেই