ঢাবি ছাত্রলীগের কমিটি ঘোষণা

বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার দুই সদস্যবিশিষ্ট কমিটি বৃহস্পতিবার ঘোষণা করা হয়েছে। নতুন কমিটির সভাপতি হয়েছেন আবিদ আল হাসান এবং সাধারণ সম্পাদক মোতাহের হোসেন প্রিন্স। শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

বাংলাদেশ ছাত্রলীগের দফতর সম্পাদক শেখ রাসেল নতুন কমিটির তথ্য নিশ্চিত করেছেন।

আবিদ আল হাসান ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক এবং মোতাহের হোসেন প্রিন্স মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল শাখার সাধারণ সম্পাদক ছিলেন।

ছাত্রলীগের ঢাবি শাখার সম্মেলন অনুষ্ঠিত হয় ১১ জুন। কমিটি ঘোষণা ছাড়াই এদিন সম্মেলন শেষ হয়।

আগের কমিটির সভাপতি ছিলেন মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক ছিলেন ওমর শরীফ।



মন্তব্য চালু নেই