ঢাবির বরকত স্মৃতি জাদুঘরে নিরাপত্তাকর্মীর ঝুলন্ত লাশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভাষা শহীদ আবুল বরকত জাদুঘর ও সংগ্রহশালা থেকে নিরাপত্তাকর্মী শঙ্কর রায়ের (২৫) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শাহবাগ থানা পুলিশ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে লাশ উদ্ধার করে। ভোর ৬টার পর কোনো এক সময় শঙ্কর মারা গেছেন বলে ধারণা করছে পুলিশ।

স্থানীয় আবুল বাহার বলেন, গত পাঁচ বছর ধরে শঙ্কর বরকত স্মৃতি জাদুঘর ও সংগ্রহশালার নিরাপত্তাকর্মীর দায়িত্ব পালন করে আসছিলেন। নিয়মিত দায়িত্ব পালনের জন্য আজ (সোমবার) ভোরেও তিনি কর্মস্থলে আসেন। সকালে তার কয়েকজন সহকর্মী জাদুঘরে এসে ভেতর থেকে প্রবেশপথ বন্ধ পান। পরে তারা জানালা দিয়ে শঙ্করকে ঝুলতে দেখে শাহবাগ থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। শঙ্কর নোয়াখালীর শক্তিরঞ্জনের ছেলে।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আক্তারুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, শঙ্কর আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।



মন্তব্য চালু নেই