ঢাবির চ ইউনিটে পাশের হার ২.৬৪ শতাংশ
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে চারুকলা অনুষদভুক্ত চ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। প্রকাশিত ফলাফলে পাশের হার ২ দশমিক ৬৪ শতাংশ।
মঙ্গলবার বেলা ১১টার দিকে উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করেন।
প্রকাশিত ফল অনুযায়ী, এবার ৫,৬৩৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১৪৯ জন। পাশের হার ২ দশমিক ৬৪ শতাংশ।
ফল পেতে যে কোনো মোবাইল থেকে মেসেজ অপশনে গিয়ে DU স্পেস Cha স্পেস Roll নং লিখে 163321 নম্বরে পাঠাতে হবে।
উল্লেখ্য, গত ১০ অক্টোবর ২০১৫ শনিবার ‘চ’ ইউনিটের সাধারণ জ্ঞান এবং ১৭ অক্টোবর ২০১৫ শনিবার অংকন পরীক্ষা অনুষ্ঠিত হয়।
মন্তব্য চালু নেই