ঢাকা বিশ্ববিদ্যালয়ে খ ইউনিটে ভর্তির ফল প্রকাশ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার ‘খ’ ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে। পাসের হার ১১ দশমিক ৪৩ শতাংশ।
সোমবার সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় ভর্তি অফিসে ফল ঘোষণা করেন উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।
ফল admission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে জানা যাবে। এছাড়া মোবাইল ফোন থেকে DU KHA টাইপ করে ১৬২৩১ নম্বরে এসএমএস পাঠিয়েও ফল জানা যাবে।
এবার খ-ইউনিটে ২ হাজার ৩৩৩ আসনের বিপরীতে পাশ করেছে ৩ হাজার ৮০০ জন। মোট পরীক্ষার্থী ছিল ৩৩ হাজার ২৫৫ জন। গত ২৩ সেপ্টেম্বর ২০১৬ শুক্রবার এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন, কলা অনুষদের ভারপ্রাপ্ত ডিন ও খ-ইউনিট ভর্তি পরীক্ষার সমন্বয়কারী অধ্যাপক ড. বেগম আকতার কামাল এবং অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. হাসিবুর রশীদসহ প্রমুখ।
মন্তব্য চালু নেই