ঢাবিতে শিবির সন্দেহে আটক ৭
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সার্জেন্ট জহুরুল হক হল থেকে শিবির সন্দেহে সাতজনকে আটক করেছে হল শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে গুরুতর আহত অবস্থায় তাদেরকে পুলিশে হস্তান্তর করা হয়েছে বলে জানা যায়। সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন- আইন বিভাগের নাসির, সাজ্জাদ হোসেন, শান্তি ও সংঘর্ষ বিভাগের সাজ্জাদ হোসাইন, ইকবাল, লোকপ্রশাসন বিভাগের মামুন, নৃবিজ্ঞান বিভাগের খালিদ জোবায়ের, অর্থনীতি বিভাগের মাহমুদুর রহমান।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. এম আমজাদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গভীর রাতে সন্দেহমূলকভাবে দুজনকে আটক করেছিল হল শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে তথ্য পেয়ে আরো পাঁচজনকে আটক করা হয়েছে। বর্তমানে তারা শাহবাগ থানায় আছে। তাদের বিরুদ্ধে উপযুক্ত প্রমাণ পাওয়া গেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
জানা যায়, সোমবার দিবাগত রাতে শিবির সন্দেহে দুজনকে আটক করে হল শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদ শেষে আরো পাঁচজনের নাম জানা যায়। পরে তাদের ধরে মারধর শেষে সকাল ৭টার দিকে পুলিশে হস্তান্তর করা হয়।
মন্তব্য চালু নেই