ঢাকা বোর্ডে মেয়েরা এগিয়ে

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় এবার ঢাকা শিক্ষা বোর্ডে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে রয়েছে।

বোর্ডে গড় পাসের হার ৮৮ দশমিক ৬৫। ছেলেদের গড় পাসের হার ৮৮ দশমিক ৪৮ ও মেয়েদের গড় পাসের হার ৮৮ দশমিক ৮২। এ বছর জিপিএ-৫ পেয়েছে ৩৬ হাজার ৮০১ জন। এর মধ্যে ছেলে ১৮ হাজার ২৩২ জন ও মেয়ে ১৮ হাজার ৫৬৯ জন।

ঢাকা বোর্ডে মোট পরীক্ষার্থী তিন লাখ ৫০ হাজার ৮০৯ জন। এরমধ্যে ছেলে এক লাখ ৭৪ হাজার ৮০৪ জন। মেয়ে এক লাখ ৭৬ হাজার ৫জন।



মন্তব্য চালু নেই