ঢাবিতে প্রাইভেট কার থেকে গুলি, ছাত্রলীগ নেতা আহত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অজ্ঞাত প্রাইভেট কার থেকে ছাত্রলীগের তিন নেতাকে বহনকারী একটি মোটরসাইকেল লক্ষ্য করে গুলি করার ঘটনা ঘটেছে। এতে আবদুল্লাহ আল যুবায়ের ভূঁইয়া নামে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের এক সহসভাপতি গুলিবিদ্ধ হয়েছেন।

ওই মোটরসাইকেলে বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হল শাখা ছাত্রলীগের সভাপতি জহিরুল ইসলাম ও হলের সাবেক সহসভাপতি এম এম সাঈদ থাকলেও তারা অক্ষত রয়েছেন।

গুলিবিদ্ধ যুবায়েরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে ১০১ নম্বর ওয়ার্ডে তার চিকিৎসা চলছে।

শাহবাগ থানার এসআই দেবরাজ চক্রবর্তী যুগান্তরকে জানান, শনিবার রাত একটার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন পলাশীতে বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) ভবনের সামনে গুলির ঘটনা ঘটে।

তিনি বলেন, পলাশী মোড় থেকে ছাত্রলীগের তিন নেতা মোটরসাইকেলে করে নীলক্ষেতে যাচ্ছিলেন। ব্যানবইসের সামনে একটি প্রাইভেট কার মোটরসাইকেলটির পথরোধ করে গুলি ছোঁড়ে। এতে যুবায়ের ভূঁইয়া আহত হন।

বর্তমানে ঢামেকে চিকিৎসাধীন যুবায়েরের অবস্থা আশংকামুক্ত বলে দায়িত্বরত চিকিৎসকের বরাতে জানান দেবরাজ।

কে বা কারা গুলি ছুড়েছে এবং এর জন্য যে গাড়িটি ব্যবহার করা হয়েছ তা শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।



মন্তব্য চালু নেই