ঢাকা দক্ষিণে মনোনয়নপত্র কিনেছেন আব্বাস
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগর কমিটির আহ্বায়ক মির্জা আব্বাস আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে ঢাকা দক্ষিণ থেকে মেয়র পদে মনোনয়নপত্র কিনেছেন।
শুক্রবার সকাল পৌনে ১১টায় গুলিস্তানস্থ ঢাকা মহানগর নাট্যমঞ্চে স্থাপিত রিটার্নিং অফিসারের অস্থায়ী কার্যালয় থেকে তার পক্ষে অ্যাডভোকেট শাহজাহান, অ্যাডভোকেট মহিউদ্দিন, আব্দুস সালাম নামের তিন ব্যক্তি মনোনয়নপত্র কিনেন বলে নিশ্চিত করেছেন সহকারি রিটার্নিং অফিসার নেয়াবুল আলম।
মির্জা আব্বাসসহ বিএনপি থেকে এখন পর্যন্ত মনোনয়নপত্র কিনেছেন দুইজন। এর আগে বিএনপির অর্থবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগরের সাবেক সদস্য সচিব আব্দুস সালাম মনোয়নপত্র কিনেছেন। তবে মির্জা আব্বাস আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে।
মন্তব্য চালু নেই