ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ৬০ কিমি এলাকায় দীর্ঘ যানজট
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের চন্দ্রা ত্রিমোড় এলাকা হইতে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড় পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। আজ শুক্রবার ভোর রাত ৪টা থেকে এই দীর্ঘ যানজট শুরু হয়। এতে করে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে ঈদে ঘরমুখো সাধারণ যাত্রীদের।
এই যানজটের কারণে টাঙ্গাইলগামী বাসগুলো থেমে থেমে চলাচল করলেও একদম রাস্তার উপর থেমে দাঁড়িয়ে আছে ঢাকামুখী যানবাহনগুলো। ভোররাতের পর বেলা বাড়ার সাথে সাথে যানজট সমস্যা আরো প্রকট হতে থাকে।
এদিকে, মির্জাপুর উপজেলার গোড়াই হাওইয়ে থানা পুলিশ জানিয়েছেন; ঈদের আগের দিন হওয়ায় মহাসড়কের গাড়ির চাপ খুব বেড়ে গেছে। যার ফলে অবস্থা শামাল দিতে হিমসিম খেতে হচ্ছে। অপরদিকে ঘরমুখো যাত্রীদের চলাচল নির্বিঘ্ন করতে ঈদের এক সপ্তাহ আগে মহাসড়কের মির্জাপুর অংশের বিভিন্ন পয়েন্টে প্রশাসনের পক্ষ থেকে প্রায় কয়েক’শ পুলিশ মোতায়েন রাখা হয়েছে বলে জানা গেছে।।
মন্তব্য চালু নেই