ঢাকা আসছেন মাধুরী
শীত মৌসুমে একাধিক জমকালো ইভেন্ট নিয়ে যেমন জমে ওঠে পুরো শহর তেমনি ভিনদেশি অতিথিদেরও আগমন বেড়ে যায়। আগামী জানুয়ারির ৫ মাধুরী তার দলবল নিয়ে নাচ বালিয়ে কনসার্টে আসছেন ঢাকায়। পুরো দল নিয়ে ‘ওরে প্রিয়া’ থেকে শুরু করে ‘এক দো তিন’ সবকিছুই নেচে গেয়ে পারফর্ম করবেন তিনি।
জমকালো এই আয়োজন প্রসঙ্গে আয়োজক সোহানা ইলেকট্রনিক্সের পরিচালক ফারিয়া মাহাবুব পিয়াশা বলেন, ‘আমরা চুক্তিনামা করে ফেলেছি এবং একইসাথে এই ইভেন্টের সাথে বাংলাদেশি শিল্পীদের সমন্বিত কিছু কাজেরও পরিকল্পনা করছি। মাধুরী দীক্ষিত ব্যক্তিজীবনে এতোটা আন্তরিক ও সহায়ক তা আমাদেরও ধারণা ছিল না। বাংলাদেশে তার এটিই প্রথম সফর হবে। তাই সবকিছু মিলিয়ে বছরের শুরুতে সবচেয়ে বড় ইভেন্ট হিসেবে এটি চমক!’
মন্তব্য চালু নেই