ঢাকায় বিউটি অ্যান্ড দ্য বিস্ট
১৬ জানুয়ারি স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেতে যাচ্ছে রূপকথার গল্পের সাড়া জাগানো ছবি ‘বিউটি অ্যান্ড দ্য বিস্ট’। ক্রিস্টোফি গানস পরিচালিত এ ছবি ৬৪তম বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়। এছাড়া পিপলস চয়েজ অ্যাওয়ার্ডস-এ সেরা ইউরোপিয়ান ছবি হিসেবে মনোনয়ন পায় ছবিটি।
এক জাদুকরীর ছলনায় পড়ে রাজপুত্রের পশু হয়ে যাওয়া; বিউটি নামের এক মেয়ের বাবার সেই পশুর রাজপ্রাসাদে আটকা পড়া, তাকে ছাড়িয়ে আনতে বিউটির সেই রাজপ্রাসাদে পশুটির সঙ্গে থাকা, তারপর একসময় বাড়িতে নিজের বাবাকে এক অনাকাঙ্খিত বিপদের হাত থেকে বাঁচাতে গিয়ে পশুটির প্রতি জন্ম নেওয়া ভালোবাসার অনুভব; অবশেষে ভালবাসার মধ্য দিয়ে পশুটিকে পুনরায় মানুষে পরিণত করা। এ নিয়েই ছবিটির গল্প।
মন্তব্য চালু নেই