ঢাকায় পৌঁছেছে মুশফিকরা

ঢাকায় পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। শনিবার সকাল ৯ টা ১৫ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছেছে মুশফিকরা।
ওয়স্ট ইন্ডিজে এক মাসের দীর্ঘ সফর শেষে দেশে ফিরল বাংলাদেশ দল। সেখানে ওয়ানডে সিরিজে ব্যর্থতার পর তারা ধবলধোলাইয়ের শিকার হয়েছে টেস্টেও। আর সিরিজের একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়।
ওয়েস্ট ইন্ডিজ থেকে দেশে ফেরার পর টাইগারদের পরবর্তী মিশন হচ্ছে এশিয়ান গেমস ক্রিকেট। আার সে উদ্দেশ্যে তারা দক্ষিণ কোরিয়ায় যাবে কয়েক দিন বিশ্রামের পরই।
তবে টাইগারদের দক্ষিণ কোরিয়ার ইচিওন শহরে যাবার পথে থাকবেন না অধিনায়ক মুশফিক। দলে থাকবেন সাকিব আল হাসান ও তামিম ইকবালরা। যাদের নেতৃত্ব দেবেন মাশরাফি বিন মর্তুজা।



মন্তব্য চালু নেই