ঢাকায় পৌঁছেছেন সংগীতশিল্পী আতিফ আসলাম

ঢাকায় এসে পৌঁছেছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। আজ রোববার সকাল সাড়ে ৯ টায় জেট এয়ারলাইন্সের একটি বিমানে করে ঢাকায় পৌঁছান তিনি। সঙ্গে এসেছে তার ব্যান্ড দলও। এর আগে গতকাল ঢাকায় এসে পৌঁছেছেন আরেক শিল্পী আকৃতি কাক্কার। একটি কনসার্টে অংশ নিতেই তাদের ঢাকায় আগমন। ‘রিদম ফর অল উইথ আতিফ আসলাম নাইট লাইভ ইন ঢাকা’ শিরোনামের কনসার্টে সংগীত পরিবেশন করবেন আতিফ ও আকৃতি।

কনসার্টটি আজ সন্ধ্যা ৬টায় রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার নবরাত্রি হলে অনুষ্ঠিত হবে। তবে তার আগে আজ সকাল ১১ টায় আতিফ আসলাম ও আকৃতি কাক্কার সাংবাদিকদের মুখোমুখি হবেন রাজধানীর ওয়েস্টিন হোটেলে। কনসার্টের উপস্থাপনা করবেন দেশের জনপ্রিয় দুই উপস্থাপক দেবাশীষ বিশ্বাস ও আমব্রিন। এরআয়োজন করেছে এটিএন এন্টারটেইনমেন্ট লিমিটেড।



মন্তব্য চালু নেই