ঢাকায় আসছেন শ্রেয়া ঘোষাল

আবারও বাংলাদেশে আসছেন ভারতের জনপ্রিয় সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষাল। বে এন্টারটেইনমেন্ট আয়োজিত ‘শ্রেয়া ঘোষালস নাইট’ শিরোনামের একটি কনসার্টে গান গাইবেন তিনি। ৫ জুন বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের নবরাত্রি হলে কনসার্টটি অনুষ্ঠিত হবে।

এ প্রসঙ্গে বে এন্টারটেইনমেন্টের চেয়ারম্যান ইব্রাহিম হাসান জানান, ‘কনসার্টটিতে গান গাইবেন শ্রেয়া। পাশাপাশি বিখ্যাত গায়ক হৃষিকেশ প্রমোদ রণদেও গান পরিবেশন করবেন। ৫ জুন সকালে ঢাকায় এসে হোটেল ওয়েস্টিনে উঠবেন তিনি। সন্ধ্যা সাড়ে ৭টায় মঞ্চে উঠবেন শ্রেয়া। কনসার্ট চলবে রাত সাড়ে ১১টা পর্যন্ত।

দর্শনীর বিনিময়ে আগ্রহীরা কনসার্টটি উপভোগ করতে পারবেন। কলকাতার বাঙালি মেয়ে শ্রেয়া ভারতের জিটিভির ‘সারেগামাপা’ সঙ্গীত প্রতিযোগিতার মাধ্যমে গানের ভুবনে আসেন। ২০০২ সালে বলিউডের দেবদাস ছবির মধ্য দিয়ে তার প্লেব্যাকের অভিষেক হয়। এ ছবির গানগুলোতে কণ্ঠ দিয়েই তিনি সেরা গায়িকা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ফিল্মফেয়ার, আরডি বর্মণসহ নানা পুরস্কার অর্জন করেন। এখন পর্যন্ত তিনি ৩৫০টিরও বেশি ছবিতে গান গেয়েছেন।



মন্তব্য চালু নেই