ঢাকায় আসছেন নার্গিস ফাখরি

দিনক্ষণ চূড়ান্ত না হলেও একটি ফ্যাশন শোতে অংশ নিতে বলিউড অভিনেত্রী নার্গিস ফাখরি ঢাকায় আসছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিওবার্তায় নিশ্চিত করেছেন নায়িকা নিজেই।

৩৭ বছর বয়সী এই অভিনেত্রীর ঢাকায় আসার খবরটি প্রচারণার অংশ হিসেবে গান বাংলার ফেসবুক পেজে ১৭ জানুয়ারি পোস্ট করা হয়েছে।

সংগীতনির্ভর চ্যানেল গান বাংলার আয়োজনে ‘ফ্যাশন ফরোয়ার্ড উইথ ফারজানা মুন্নী’ শীর্ষক ফ্যাশন শোতে অংশ নেবেন নার্গিস ফাখরি। এ আয়োজনে যুক্ত থাকছে বিউটি পার্লার কিউবেলা ও ওয়ান মোর জিরো।

এখানে সুপারমডেল নার্গিস ফাখরির সঙ্গে র‌্যাম্পে অংশ নেবেন দেশীয় একঝাঁক মডেল।

নার্গিস ফাখরি পাকিস্তানি বংশোদ্ভূত মার্কিন মডেল-অভিনেত্রী। ২০১১ সালে রণবীর কাপুরের বিপরীতে ‘রকস্টার’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় তার। এরপর জন অাব্রাহামের সঙ্গে ‘মাদ্রাজ ক্যাফে’, বরুণ ধাওয়ানের বিপরীতে ‘ম্যায় তেরা হিরো’ আর গত বছর ‘হাউসফুল থ্রি’ ছবিতে তাকে দেখা গেছে। হলিউডে ‘স্পাই’ নামের একটি ছবিতেও অভিনয় করেছেন নার্গিস।



মন্তব্য চালু নেই