ঢাকার শুভ ও কোলকাতার ওম সম্পর্কে যা বললেন মাহি

‘অগ্নি’ সিনেমা করতে গিয়ে আরিফিন শুভর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে না উঠলেও ‘অগ্নি টু’ এর অভিনেতা কোলকাতার ওমের সাথে দারুণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে ঢাকাইয়া মাহিয়া মাহির। আর তা স্বীকারও করেছেন এই অভিনেত্রী নিজেই।

মাহি বলেছেন, শুভ এবং ওমের সঙ্গে কাজের অভিজ্ঞতা খুবই ভালো। প্রথম ছবি ‘অগ্নি’র ক্ষেত্রে ইউনিট থেকে শুরু করে সবাই ছিল বাংলাদেশি। আর দ্বিতীয় ছবি ‘অগ্নি টু’তে কাজ করেছি কলকাতার কলাকুশলীদের সঙ্গে।

তিনি বলেন, শুভ ভাই কিন্তু খুবই হেল্পফুল। যদিও তার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠেনি। অন্যদিকে ওমের সঙ্গে কাজ করার ব্যাপারটিও কিন্তু ছিল সমানভাবে আনন্দের। খুব অল্প সময়ে তার সঙ্গে দারুণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠে। একটা পর্যায়ে তো আমরা একে অপরকে তুই বলে সম্বোধন করি।

এদিকে মাহির এমন মন্তব্যের পর রসিকতা করে অনেকই বলছেন, তাহলে কি শুভ বে-রসিক আর ওম খুবই রসিক!



মন্তব্য চালু নেই