বিপিএল থেকে ছিটকে গেল মাশরাফির কুমিল্লা
ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ৩২ রানে হেরে বিপিএল থেকে ছিটকে গেল কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
সাকিবের ঝড়ো ব্যাটিংয়ে ঢাকা ডায়নামাইটসের ১৭০ রানের জবাবে খেলতে নেমে ১৩৮ রান করতে সমর্থ হয় মাশরাফি বাহিনী।
দলের পক্ষে সর্বোচ্চ রান করেন খালিদ লতিফ। তিনি ৩৩ বলে ৩৮ রানের ইনিংস খেলেন। এছাড়া আহমেদ শেহজাদ ২২ ও নাজমুল হোসেন শান্ত ১৭ রানের ইনিংস খেলেন।
ঢাকা ডায়নামাইটসের পক্ষে ব্র্যাভো ৩টি উইকেট শিকার করেন।
শনিবার দুপুরে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ঢাকা ডায়নামাইটসের অধিনায়ক সাকিব আল হাসান।
দলের পক্ষে সর্বোচ্চ রান করেন সাকিব। মাত্র ২৬ বলে তার ৪১ রানের ইনিংসটি ছিল ৪টি চার ও একটি দৃষ্টিনন্দন ছক্কায় সাজানো। এছাড়া কুমার সাঙ্গাকারা ৩৩, জয়াবর্ধনে ৩১, মোসাদ্দেক ২৫ ও মেহেদী মারুফ ২২ রান করেন।
কুমিল্লার পক্ষে আফগান বোলার রশিদ খান ২টি উইকেট শিকার করেন। এছাড়া সোহেল তানভীর ও নাবিল সামাদ একটি করে উইকেট লাভ করেন।
২৬ বলে ৪১ রানের অপরাজিত ইনিংস ও একটি উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন সাকিব আল হাসান।
সংক্ষিপ্ত স্কোর:
ঢাকা ডায়নামাইটস: ২০ ওভারে ১৭০/৪ (মারুফ ২২, সাঙ্গাকারা ৩৩, জয়াবর্ধনে ৩১, সাকিব ৪১*, মোসাদ্দেক ২৫, প্রসন্ন ১১*; মাশরাফি ০/৩১, শান্ত ০/১০, শরিফ ০/৪০, তানভির ১/৩৬, নাবিল ১/১৬, রশিদ ২/২৬, আল আমিন ০/৮)।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স: ২০ ওভারে ১৩৮/৮ (শান্ত ১৭, লতিফ ৩৮, ইমরুল ৯, শেহজাদ ২২, লিটন ৫, মাশরাফি ১০, তানভির ১৪, রশিদ ৩, আল আমিন ৯*, শরিফ ২* ; আবু জায়েদ ১/২০, শহিদ ১/৬, সাকিব ১/৩০, ব্রাভো ৩/৩২, প্রসন্ন ১/৩০, সানজামুল ০/১১, নাসির ১/৪, মোসাদ্দেক ০/৩)।
ফল: ঢাকা ডায়নামাইটস ৩২ রানে জয়ী
মন্তব্য চালু নেই