ড. জাকির নায়েককে নিয়ে যা বললেন হ্যাপি

বিনোদন জগতের আলোচিত ও সমালোচিত নাম নাজনীন আক্তার হ্যাপি। বিভিন্ন সময়ে বিতর্কিত মন্তব্য ও তার আচরণের কারণে সমাজে সমালোচিত তিনি। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার রুবেল হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন এই হ্যাপী।

সম্প্রতি হ্যাপি তার ফেসবুক পেইজে ড. জাকির নায়েক নিয়ে কিছু কথা প্রকাশ করেছেন। ওই স্ট্যাটাসটি আওয়ার নিউজ বিডি’র পাঠকদের জন্য হুবুহু তুলে ধরা হল:-

“এই মুহূর্তে যার কথা আমার সবচেয়ে বেশি ভাল লাগে, যার কথা শোনার সময় আমার সব খেয়াল হারিয়ে যায়, তার কথাগুলো আমার ভেতর যাদুর মত কাজ করে! এমনকি নামাজ, কোরআন আর হাদীস পড়ার পর, যেই সময় থাকে সেই সময় জুড়ে আমার শুধু তারই লেকচার শুনতে ইচ্ছা করে। তিনি ড. জাকির নায়েক। ইসলামের কথা যখন তিনি বলেন, তখন তার দিকে তাকিয়ে থাকতে ইচ্ছা করে। সুবাহান আল্লাহ! প্রতিটি মুসলমান যেন, তার ভেতরে ইসলামের নূর প্রবেশ করাতে পারে, আল্লাহ তায়ালা সবাইকে সেই তৌফিক দান করুক। আমীন ।”



মন্তব্য চালু নেই