ড্রয়িংরুমে প্রবেশ নিষধ

সানির পায়ে শিকল বাঁধল টেলিভিশন সংস্থা। সানির আর কোনও ছবি প্রচার পাবে না ছোটপর্দায়, এমনটাই জানিয়ে দিল হিন্দি জেনারেল এন্টারটেইনমেন্ট (জিইসিএস) চ্যানেলগুলো।

সানির ‘কুছ কুছ লোচা হ্যায়’ ছবিটি ছোট পর্দায় প্রচারের অনুমতি পায়নি। কারণ হিসেবে জিইসিএস জানিয়েছে, সানির বেশীর ভাগ ছবিতে রয়েছে যৌনতার ছড়াছড়ি। যা পরিবারের সকলের সঙ্গে বসে দেখার মতো নয়। তাদের দাবি,  সেই সঙ্গে জিইসিএস আরও জানিয়ে দিয়েছে, ভবিষ্যতে এই বিষয় নিয়ে তারা সানির সঙ্গে কোনও রকম সমঝোতাতেও আসতে চান না।

সানি১আপাতত ‘কুছ কুছ লোচা হ্যায়’ ছবির প্রচারে শহরের বিভিন্ন জায়গায়  ঘুরে বেড়াচ্ছেন সানি। কিছুদিন আগে মুক্তি পেয়েছে এই ছবির ট্রেলর। যা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ভাইরাল হয়ে উঠেছে। এই ছবিতে বেবিডলের বিপরীতে অভিনয় করেছেন জনপ্রিয় টেলি তারকা রাম কাপুর। দেবাঙ্গ ঢোলাকিয়া পরিচালিত এই ছবিটি মুক্তি পেতে চলেছে ৮ মে।



মন্তব্য চালু নেই