ড্রোন দিয়ে মাদক এবং পর্নো ডিভিডি পাচারের চেষ্টা: আটক ২

আমেরিকার একটি কারাগারে ড্রোন দিয়ে মাদক এবং পর্নো ডিভিডি পাচারের চেষ্টা করার দায়ে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। খবর রেডিও তেহরান।

মেরিল্যান্ডের কারাগার ওয়েস্টার্ন করেকশনাল ইন্সটিটিউট’র কাছাকাছি সড়ক থেকে এ দু’ব্যক্তিকে আটক করা হয়। তাদের গাড়িতে রিমোট কন্ট্রোল চালিত চারপাখা’র ড্রোন, একটি হ্যান্ডগান, মারিজুয়ানা এবং পর্নো ডিভিডি উদ্ধার করা হয়েছে। এ ছাড়া, এ ঘটনায় জড়িত কারাবন্দির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

ড্রোন দিয়ে প্রাচীর টপকে কারাগারে মাদক চালানের দায়ে আমেরিকায় এই প্রথম গ্রেফতারের ঘটনা ঘটল। এর আগে, গত বছরের জুলাইয়ে সাউথ ক্যারোলিনা অঙ্গরাজ্যের কঠোর প্রহরাধীন কারাগারে মারিজুয়ানা, তামাক এবং সেল ফোন পাচারের চেষ্টা করার সময় ড্রোনটি বিধ্বস্ত হয়।



মন্তব্য চালু নেই