ড্রাগনের রক্তে নতুন এন্টিবায়েটিক

কোমোডো ড্রাগনের রক্ত থেকে সংক্রমিত ক্ষত সারানোর এক নতুন সম্ভাবনা দেখছেন বিজ্ঞানীরা।

তারা মনে করছেন, ড্রাগনের রক্তে একটি গুরুত্বপূর্ণ যৌগ রয়েছে, যা দিয়ে এন্টিবায়েটিক তৈরি করে সংক্রমিত ক্ষত সারানো সম্ভব।

কমোডো ড্রাগনের লালার মধ্যে বহু প্রজাতির ব্যাকটেরিয়া রয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় হল এতে কোনোভাবেই আক্রান্ত হয় না এই সরীসৃপ প্রাণীটি। খবর বিবিসির।

মার্কিন যুক্তরাষ্ট্রে জর্জ ম্যাসন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা ড্রাগনের রক্তের কোষগুলো থেকে একটি কৃত্রিম অণু তৈরি করেছেন, যার দ্বারা ইঁদুরের সংক্রমিত ক্ষত নিরাময় সম্ভব হয়েছে।

বায়োফিল্মস অ্যান্ড মাইক্রোবায়োমেস সাময়িকীতে এই গবেষণা প্রতিবেদনটি প্রকাশিত হয়। সেখানে বলা হয়, আবিষ্কৃত এ বিশেষ ধরনে প্রোটিন ভবিষ্যতে এন্টিবায়োটিকে উন্নত করা যেতে পারে।

বিজ্ঞানীরা মনে করেন, বর্তমানে যেভাবে সংক্রমিত ব্যাধি ছড়িয়ে পড়ছে, তাতে আবিষ্কৃত এ নতুন অ্যান্টিবায়োটিক মাল্টিড্রাগ হিসেবে কাজ করবে।

ইন্দোনেশিয়ার পাঁচটি দ্বীপে কমোডো ড্রাগন দেখা যায়। এদের মুখে ৮০টিরও বেশি প্রজাতির ব্যাকটেরিয়া থাকে। কয়েকটির রক্ত বিষাক্ত বা পচন সৃষ্টি করার মতো ভয়ংকর হতে পারে।



মন্তব্য চালু নেই