ডেল স্টেইনের সেই অবিশ্বাস্য ক্যাচ (ভিডিও)

বিশ্বকাপের ২৯তম ম্যাচে অকল্যান্ডে পাকিস্তানের বিপক্ষে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। ম্যাচের নবম ওভারে বল করতে আসেন কাইল অ্যাবোট।
তার করা চতুর্থ বলে ভুল টাইমিংয়ে চিপ শট খেলেন আহমেদ শেহজাদ। বলটি উপরে উঠে যায়। মিড উইকেটে ফিল্ডিং করছিলেন দক্ষিণ আফ্রিকার গতি তারকা ডেল স্টেইন। তিনি উড়ে আসা বল লক্ষ্য করে দৌড়াতে থাকেন। মিড উইকেট থেকে দৌড়ে কাউ কর্নারে গিয়ে উড়ন্ত অবস্থায় বলটি তালুবন্দি করেন।
স্টেডিয়ামে উপস্থিত দর্শক ও টেলিভিশনের সামনে বসে থাকা কোটি কোটি দর্শক নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলেন না। কীভাবে সম্ভব এভাবে ক্যাচ ধরা? সেই অসম্ভবকেই সম্ভব করেছেন ডেল স্টেইন। আইসিসির অফিশিয়াল ওয়েবসাইটে তার ক্যাচ ধরার ভিডিওটি দিয়ে লিখেছে- ‘টুর্নামেন্টের সেরা ক্যাচ।’
চলুন দেখে নেওয়া যাক তাই সেই দুর্দান্ত ক্যাচের ভিডিওটি :
https://www.youtube.com/watch?feature=player_embedded&v=t9A_Qvh7WGY

































মন্তব্য চালু নেই