ডেমি মুরের দেড় কোটি টাকার পোশাক চুরি!
আমেরিকার লস অ্যাঞ্জেলসের একটি স্টোরেজ থেকে প্রচুর টাকার দামি পোশাক চুরি হয়েছে। এক ওয়েবসাইট জানায়, ওই স্টোরেজের মালিক হলিউড তারকা ডেমি মুর। গত সপ্তাহে ঘটে যাওয়া ঘটনায় নর্থ হলিউড পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেছেন ডেমির অ্যাসিস্টেন্ট।
অভিযোগে বলা হয়, প্রায় ২ লাখ ডলার (দেড় কোটি টাকারও বেশি) মূল্যের বিভিন্ন পোশাক চুরি গেছে। কে বা কারা স্টোরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করতে সক্ষম হয়।
নর্থ হলিউড পুলিশ জানায়, চুরির সঠিক সময়টি জানা যায়নি। ওই এলাকার নিরাপত্তাব্যবস্থায় বিভিন্ন প্রযুক্তিপণ্য ব্যবহৃত হয়েছে। তবে তার নিয়মিত তদারকি করা হয়নি। তা ছাড়া ডেমি মুরের স্টোরেজে জোরপূর্বক প্রবেশের কোনো চিহ্ন দেখা যায়নি। তবে তদন্ত চলতে থাকবে।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া
মন্তব্য চালু নেই