ডেনিমের রঙে চুল রাঙানোর নতুন ট্রেন্ড
ফ্যাশন স্টেটমেন্টে বলা হয়, ডেনিম অথবা জিন্স নাকি সব পরিস্থিতিতেই মানিয়ে যায়। কিন্তু সেই ক্ষেত্রে চুলের রঙে কেন ডেনিম রঙ মানাবে না, এই প্রশ্নে সরব আজকালকার প্রজন্মের মেয়েরা। আপনার পরনের জিন্সের রঙের সঙ্গে যদি চুলের রঙ মিলে যায়, তবে ফ্যাশনে আসে নতুনত্ব। আর তাই সেই স্টাইল স্টেটমেন্টের সাথে তাল মিলিয়ে এখন চুল রাঙানো হচ্ছে ধূসর, নীল বা একটি ফ্যাকাশে ধোয়ার রঙেও।
এই ফ্যাশনে থাকতে আপনার চুলের ঘনত্ব কিংবা দৈর্ঘ্য বেশি হতে হবে, এমন কোন নিয়ম নেই। যেকোন হেয়ার স্টাইলের সঙ্গেই মানিয়ে যায় ডেনিম রঙ। এমনকি পুরনো স্টাইলে কাটা চুলেও প্রাণ ফিরিয়ে আনবে এই ট্রেন্ডি হেয়ার কালার।
আপনি যত দিন চান, এই স্টাইল ধরে রাখতে পারবেন। কারণ স্টাইলিশ আইকনদের মতে, বিনা উদ্বিগ্নতায় দিনের পর দিন এই ফ্যাশনে থাকতে নেই কোন মানা।
মন্তব্য চালু নেই