ডেইজিকে ‘হেট স্টোরি ৩’ ছবিতে অভিনয় করতে উৎসাহিত করেছেন সালমান
বলিউডে সালমান খানের হাত ধরে অভিষেক হয়েছে অনেক অভিনেত্রীর। কেউ সফলতার মুখ দেখেছেন আবার কেউ তেমন একটা সুবিধা করতে পারেন নি। ‘জয় হো’ ছবিতে সালমানের হাত ধরেই অভিষেক হয়েছিল অভিনেত্রী ডেইজি শাহ’র। সেই ছবির পর আর বলিউডের কোন ছবিতে দেখা যায়নি তাকে।
কিন্তু সম্প্রতি ডেইজি অভিনীত ‘হেট স্টোরি ৩’ ছবির ট্রেলর মুক্তি পেয়েছে। ট্রেলার দেখেই তো সবাই অবাক যে এ কোন ডেইজি। এখানে এক যৌন আবেদনময়ী হিসাবে দেখা যাচ্ছে তাকে।
আর সবচেয়ে বড় অবাককর বিষয় যে এই ছবিতে অভিনয়ের জন্য নাকি স্বয়ং সালমান খান তাকে পরামর্শ দিয়েছেন।
ডেইজি জানিয়েছেন, সালমানই তাকে এ ছবিতে অভিনয় করতে উত্সাহিত করেছেন। তার কথায়, ‘আমি এ ধরনের চরিত্রে আগে অভিনয় করিনি। তবে সালমান আমাকে বুঝিয়েছিলেন। তাই ছবিটা করলাম।’ ‘জয় হো’র চরিত্রের সঙ্গে এই চরিত্রটির কোনও মিল নেই বলেও জানিয়েছেন নায়িকা।
ইতিমধ্যেই ছবির ট্রেলার সাড়া ফেলে দিয়েছে ইউটিউবে। তবে ছবিতে এমন কিছু দৃশ্য রয়েছে যা সেন্সর বোর্ডে আটকে যেতে পারে।
মন্তব্য চালু নেই