ডুবোচরে আটকা পড়েছে পর্যটকবাহী জাহাজ
কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ এলসিটি কুতুবদিয়া ডুবোচরে আটকা পড়েছে। জাহাজটিতে এক হাজার ২০০ যাত্রী নিয়ে রয়েছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে সেন্টমার্টিন থেকে টেকনাফ ফেরার পথে বঙ্গোপসাগরের বদরমোকাম এলাকায় এ ঘটনা ঘটে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফিউল আলম জানান, ভাটার কারণে সেন্টমার্টিন থেকে ফেরার পথে পর্যটকবাহী জাহাজ এলসিটি কুতুবদিয়া ডুবোচরে আটকা পড়েছে। তবে ওই জাহাজে ১২শ যাত্রী নেই বলে জানালেও কত যাত্রী ছিল তিনি নিশ্চিত করতে পারেননি।
জাহাজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে আটকেপড়া পর্যটকদের উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে।
এদিকে টেকনাফ কোস্টগার্ডের স্টেশন ইনচার্জ লে. কমান্ডার মামুন জানান, পর্যটকবাহী জাহাজ বঙ্গোপসাগরে আটকা পড়ার বিষয়টি জাহাজ কর্তৃপক্ষ কিংবা অন্য কেউ অবহিত করেনি। আপনার মাধ্যমে বিষয়টি প্রথম জানতে পারলাম।
মন্তব্য চালু নেই