ডি স্টেফানোর রেকর্ড ভাঙলেন রোনালদো
ডি স্টেফানোর রেকর্ড আর নেই। এ রেকর্ড এখন রোনালদোর। ডার্বি ম্যাচে জ্বলে ওঠে তুলে নিলেন ক্যারিয়ারের ৩৯তম হ্যাটট্রিক। আর এ হ্যাটট্রিক দিয়ে ডার্বি ম্যাচে ১৮ গোল করে ভেঙে ফেললেন রিয়ালের কিংবদন্তি ডি স্টেফানোর রেকর্ড।
ম্যাচের ২৩ মিনিটে ফ্রি-কিক থেকে গোল করে রিয়ালকে এগিয়ে দেন রোনালদো। তার ফ্রি-কিক স্টিফান সাভিচের গায়ে লেগে দিক পরিবর্তন করে বোকা বানায় অ্যাটলেটিকো গোলকিপার ইয়ান ওবলাককে। দ্বিতীয় গোলটি আসে পেনাল্টি থেকে। বক্সের মধ্যে তিনি নিজেই সাভিচের ফাউলের শিকার হয়ে পেনাল্টিটি আদায় করে নেন। প্রাপ্ত পেনাল্টি থেকে গোলকিপার ওবলাককে পরাস্ত করেন তিনি সহজেই। আর হ্যাটট্রিকটি পূরণ করেন গ্যারেথ বেলের ক্রস দারুণভাবে কাজে লাগিয়ে। এই মৌসুমে এটি রোনালদোর দ্বিতীয় হ্যাটট্রিক।
অ্যাটলেটিকোর ঘরের মাঠ ভিসেন্তে ক্যালদরনে কালই ছিল শেষ ডার্বি ম্যাচ। নিজেদের নতুন ম্যাচে যাওয়ার আগে তাই জয় দিয়ে ম্যাচটাকে স্মরণীয় করে রাখতে চেয়েছিল অ্যাটলেটিকো। কিন্তু রোনালদোর স্বরূপে ফেরার দিনে তা আর হলো না। উল্টো ৩-০ গোলের হারের লজ্জা নিয়েই মাঠ ছাড়লো গ্রিজমানরা।
মন্তব্য চালু নেই