ডিসেম্বরে নতুন আঙ্গিকে শুরু বিপিএল
আবারও শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। আগামী ডিসেম্বরে মাঠে গড়াচ্ছে ঘরোয়া এই টি-টোয়েন্টি টুর্নামেন্ট।
মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব আই এইচ মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন।
আই এইচ মল্লিক জানান, বিপিএলের তৃতীয় এই আসরটি হবে সম্পূর্ণ নতুন আঙ্গিকে। এবারের আসরে থাকছে নতুন ফ্র্যাঞ্চাইজি। সব বকেয়া পরিশোধ করা না হলে পুরোনো সাত ফ্র্যাঞ্চাইজির বিষয়ে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
দ্বিতীয় আসরে পাকিস্তানের খেলোয়াড়রা না খেলতে পারলেও এবারের এই আসরে খেলতে পারবেন তারা। বাংলাদেশ-পাকিস্তান সিরিজ চলাকালীন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান শাহরিয়ার খান বিষয়টি নিশ্চিত করেছিলেন।
এর আগে ২০১২ সালে বসেছিল বিপিএলের প্রথম আসর। এরপর ২০১৩ সালে অনুষ্ঠিত হয় দ্বিতীয় আসর। ওই আসরে ম্যাচ পাতানো কেলেঙ্কারিতে বন্ধ হয়ে যায় বিপিএল। দুই বছর পর আবারও আলোর মুখ দেখতে যাচ্ছে ঘরোয়া এই টি-টোয়েন্টি টুর্নামেন্টটি।
মন্তব্য চালু নেই