ডিম কি গাছে ধরে!
ডিম কি গাছে ধরে ? আপনাকে যদি কেউ এমন প্রশ্ন করে তাহলে কি উত্তর দিবেন? তবে এমন প্রশ্নের মুখোমুখিও হয়েছেন কোন না কোন সময়ে। তবে এই ফলটি দেখে পেতে পারেন আপনার উত্তর!
যারা প্রথমবারের মতো দেখেছেন ফলটি। দেখতে অবাক লাগলেও এটি আসলেই এক জাতের বেগুন। যার বৈজ্ঞানিক নাম Solanum melongena। ফলসহ অসম্ভব সুন্দর দেখতে এই গুল্ম জাতীয় বৃক্ষটি পাওয়া যায় মূলত পৃথিবীর উত্তর গোলার্ধে। তবে শুষ্ক ও রৌদ্রজ্জ্বল পরিবেশে যে কোন জায়গাতেই তা চাষ করা যায়।
প্রথম দেখায় মনে হবে ডিমগুলো গাছের ডালে ঝুলিয়ে রাখা হয়েছে। প্রায় এক ফুট লম্বা এবং ৯ থেকে ১২ ইঞ্চি ব্যাস নিয়ে বেড়ে ওঠা একটি গাছে প্রতি মৌসুমে এক ডজন পর্যন্ত ফল পাওয়া যায়।
রসালো কাণ্ডের এই বৃক্ষের সবুজ পত্রাধারগুলো সুন্দর ফলগুলোকে ধারণ করে রাখে।
গাছটি যখন ফলে পূর্ণ থাকে তখন একজন দর্শক এমনটি ভেবে ভুল করতেই পারে, ডিম আজকাল গাছেও ধরে। ফলের রং শুধু সাদাই নয়, নীল কিংবা হলুদ রংয়েরও হতে পারে।
মন্তব্য চালু নেই