ডিভোর্সের জন্য ১০ কোটি দাবি করেছেন মালাইকা!

বলিউডে চলতি বছর নানা মুখরোচক ঘটনা ঘটেছে। এর মধ্যে অন্যতম আলোচিত ঘটনা আরবাজ ও মালাইকা আরোরা খানের ডিভোর্স।

মৌখিকভাবে ডিভোর্সে বিষয়টি তারা নিশ্চিত করেছেন। তবে আনুষ্ঠানিকভাবে ডিভোর্সের নিষ্পত্তির জন্য বান্দ্রার একটি ফ্যামিলি কোর্টের শরণাপন্ন হয়েছেন এই জুটি।

ডিভোর্সের বিষয়টি নিষ্পত্তির জন্য মালাইকা আরবাজের কাছে ১০ কোটি রুপি দাবি করেছেন বলে জানিয়েছে একাধিক ভারতীয় সংবাদমাধ্যম।

এ প্রসঙ্গে একটি সূত্র সংবাদমাধ্যমে বলেন, ‘মালাইকা যে অর্থ দাবি করছেন তার পরিমাণ কমপক্ষে ১০ কোটি রুপি। তিনি এর কমে ডিভোর্সের বিষয়টি নিষ্পত্তি করবেন না। তারপরেও অনেক বিষয় থেকে যায়। এখন দেখার বিষয় মালাইকা-আরবাজ কত তাড়াতাড়ি এ বিষয়ে সমঝোতায় পৌঁছান।’

এ জুটির বিচ্ছেদ ঠেকাতে অনেকে চেষ্টা করেছেন কিন্তু কোনো কিছুতেই লাভ হয়নি। গত মার্চে আনুষ্ঠানিকভাবে ছাড়াছাড়ির ঘোষণা দেন তারা।

১৯৯৮ সালে একটি বিজ্ঞাপনের শুটিংয়ে দেখা হয় মালাইকা ও আরবাজ খানের। এরপরই তাদের বিয়ে হয়। ২০০২ সালে তাদের ঘর আলো করে আসে তাদের একমাত্র পুত্র আরহান খান। ছেলে মালাইকার সঙ্গেই থাকছেন। তবে ছেলের ভরণপোষণের খরচ দিতে আরবাজ রাজি হয়েছেন বলে জানা গেছে।



মন্তব্য চালু নেই