ডিপজলের জীবনে নয়া মৌমাছি

রূপালী পর্দার ডেঞ্জারম্যান ডিপজল। একাধারে তিনি নায়ক, প্রযোজক, ভিলেন এমনকি ব্যাক্তি জীবনে তিনি একজন রাজনৈতিকও।

তার নায়িকা রেসি। তিনি নাকি এই রেসির সাথে চুটিয়ে প্রেমও করছেন! এমনকি তারা বিয়ে করে সংসারও নাকি পাতার পরিকল্পনা করেছিলেন। এমন গুঞ্জন ছিলো সবখানেই। তবে এসব কিছুই এখন পুরনো খবর।গসিপ ছাড়া কোন সত্যতা নেই।

এদিকে নতুন করে খবর হচ্ছে, ডিপজল এখন নাকি মজে আছে মৌমাছিতে। চলচ্চিত্রকে বিদায় জানানোর পর আবারও তিনি ফিরেছেন চলচ্চিত্রে, তা কেবলই মৌমাছির জন্য!

আসলে মুল খবর হচ্ছে, সম্প্রতি ডিপজল পরিচালক জাকির হোসেন রাজু পরিচালিত ‘অনেক দামে কেনা’ ছবির মাধ্যমে অভিনয়ে ফিরেছেন। আর এ ছবিতেই অভিনয় করছেন নবাগতা নায়িকা তানহা মৌমাছি।

শুধু এই একটি ছবিতেই নয়, ডিপজলের পরবর্তী ছবিগুলোতেও ডিপজলের নায়িকা হিসেবে তানহা মৌমাছিকে দেখা যাবে। ফলে চলচ্চিত্র পাড়ায় জোর গুঞ্জন শোনা যাচ্ছে রেসির পর ডিপজলের নায়িকা হিসেবে পরিচিতি পেতে যাচ্ছেন তানহা মৌমাছি।



মন্তব্য চালু নেই