ডিনারে হয়ে যাক সুস্বাদু চাইনিজ আইটেম ‘স্পাইসি বিফ’
ঈদের পরও মাংস খাওয়ার আমেজ একেবারেই কমে যায় নি। কিন্তু বাঙালিদের ট্র্যাডিশনাল একই ধাঁচের রান্না খাওয়া পছন্দ করবেন না কেউই। তাহলে আজকে ডিনারে হয়ে যাক ঝটপট চাইনিজের সুস্বাদু একটি আইটেম ‘স্পাইসি বিফ’। চলুন জেনে নেয়া যাক খুব সহজ রেসিপিটি।
উপকরণ
– ১ কেজি গরুর মাংস
– ১ কাপ দুধ
– ২ চা চামচ আদা-রসুন বাটা
– ২ চা চামচ ওয়েস্টার সস
– ৪ টেবিল চামচ টমেটো সস
– ৫/৬ টি পেঁয়াজ চার খণ্ড করে ছাড়িয়ে নেয়া
– ৩ টেবিল চামচ তেল
– ২ চা চামচ মরিচ গুঁড়ো
– ৬/৭ টি মরিচ কুচি
পদ্ধতি
প্রথমে গরুর মাংস লম্বা চিকন করে ফালি করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিন। তারপর গরুর মাংসে দুধ, গোল মরিচের গুড়া, লবণ, চিনি, পেঁয়াজ বাটা, মরিচগুঁড়ো, টমেটো সস ও ওয়েস্টার সস দিয়ে ভাল করে মাখিয়ে ভালো করে মেরিনেট করে ১ঘণ্টা আলাদা করে রাখুন।
এরপর চুলায় একটি প্যান নিয়ে এতে পরিমান মত তেল দিয়ে তেল গরম করে নিন।তারপর গরম তেলে আদা রসুন বাটা দিয়ে একটু ভেজে নিয়ে এতে পেঁয়াজ কুচি দিয়ে নরম করে নিন।
এতে মেরিনেট করা মাংস দিয়ে দিন ও হালকা আঁচে ভেঁজে কষাতে থাকুন। ভাজা ভাজা হয়ে এলে ১ কাপ পরিমাণ পানি দিন যাতে মাংস সেদ্ধ হয়। এরপর মরিচ কুচি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মাখা মাখা ঝোল করার জন্য রান্না করুন।
ঝোল শুকিয়ে এলে নামিয়ে নিয়ে পরিবেশন করুন এই সুস্বাদু চাইনিজ খাবারটি।
মন্তব্য চালু নেই