ডিজিটাল নকল: নিবন্ধন পরীক্ষার্থীর দণ্ড

বরিশালে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় ডিজিটাল পদ্ধতিতে নকল করার অভিযোগে জান্নাতুল ফেরদৌস নামে এক পরীক্ষার্থীকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার অমৃত লাল দে মহাবিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা চলাকালে ভ্রাম্যমাণ আদালত বিচারক মাহমুদা আক্তার এ দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত পরীক্ষার্থী জান্নাতুল ফেরদৌস বরিশালের উজিরপুর উপজেলার বাসিন্দা। তিনি গত বছর বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ থেকে মাস্টার্স পাশ করেছেন।

বরিশাল জেলা নিবার্হী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালত বিচারক মাহমুদা আক্তার বাংলামেইলকে জানান, শনিবার পরীক্ষা চলাকালীন তিনি কেন্দ্র পরিদর্শন করছিলেন। এ সময় জান্নাতুল ফেরদৌস নামে পরীক্ষার্থীকে মোবাইল ফোনে হেডফোনের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে নকল করতে দেখে হাতেনাতে ধরে ফেলেন। পরবর্তীতে তার মোবাইল ফোন চেক করে দেখা যায় তিনি ৪১ মিনিট ৩৮ সেকেন্ড কথা বলে প্রশ্নের উত্তর লিখেছেন।

এ ঘটনায় তাকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে এক বছরের কারাদণ্ড দেয়া হয়।



মন্তব্য চালু নেই