ডিগ্রির ফল প্রকাশ, পাসের হার ৭১.৪৯

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১৩ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।

সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ পরীক্ষা গত ১৮ এপ্রিল থেকে ২০ জুন পর্যন্ত অনুষ্ঠিত হয়। সারা দেশে ৬৮১ কেন্দ্রে ১৬৮১টি কলেজে সর্বমোট ৫ লাখ ৩২ হাজার ৭৯ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেন। পরীক্ষায় পাসের হার ৭১.৪৯।

পরীক্ষার্থীর রোল ও কলেজওয়ারী ফল www.nu.edu.bd ও www.nubd.info ওয়েবসাইট থেকে জানা যাবে। যেকোনো মোবাইল থেকে SMS করেও ফল জানা যাবে। এ ক্ষেত্রে Message অপশনে গিয়ে nudegroll লিখে ১৬২২২ নম্বরে Send করতে হবে।

জানা গেছে, ২০১৩ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষার ফলাফলের পরিসংখ্যান অনুযায়ী, প্রথম বর্ষে ২ লাখ ২৬ হাজার ৫৩২ পরীক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছেন ২ লাখ ৭ হাজার ৪৬০ জন, দ্বিতীয় বর্ষে ১ লাখ ৫১ হাজার ৫০৭ পরীক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছেন ১ লাখ ৪২ হাজার ১২৮ জন, তৃতীয় বর্ষে (চূড়ান্ত) ১ লাখ ৫১ হাজার ৫৭৬ পরীক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছেন ১ লাখ ৮ হাজার ৩৫৭ জন এবং সার্টিফিকেট কোর্সে ২ হাজার ৪৬৪ পরীক্ষার্থী অংশ নিয়ে ১ হাজার ৩৬৯ জন উত্তীর্ণ হয়েছেন।

২০১৩ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষার ফলাফল অনুযায়ী, বিএ পরীক্ষায় অংশ নেন ৪৮ হাজার ৫৮৭ জন পরীক্ষার্থী। এর মধ্যে প্রথম বিভাগ পেয়েছেন ৩ হাজার ৯২৬ জন, দ্বিতীয় বিভাগ পেয়েছেন ২৬ হাজার ৬১৮ জন, তৃতীয় বিভাগ ৩ হাজার ৯৮৯ জন। পাস করেছেন ২৬ জন।

বিএসএসে পরীক্ষার্থী ছিল ৬৬ হাজার ৮৫২ জন পাস ৪৮ হাজার ২৮৭ জন। এর মধ্যে প্রথম বিভাগ পেয়েছেন ২ হাজার ৮৬১ জন, দ্বিতীয় বিভাগ পেয়েছেন ৩৭ হাজার ৯৩৩ জন, তৃতীয় বিভাগ পেয়েছেন ৭ হাজার ৪৪৩ জন। পাস করেছেন ৫০ জন।

বি কম/বিবিএসে মোট পরীক্ষার্থী ছিল ৩৩ হাজার ৪২৯ জন। উত্তীর্ণ হয়েছেন ২৩ হাজার ৬৮৪ জন। এতে প্রথম বিভাগ পেয়েছেন ১ হাজার ৪৪৭ জন, দ্বিতীয় বিভাগ পেয়েছেন ১৬ হাজার ২৪০ জন, তৃতীয় বিভাগ পেয়েছেন ৫ হাজার ৯২৫ জন। পাস করেছেন ৭২ জন।

বিএসসিতে পরীক্ষার্থী ছিল ২ হাজার ৭০৮ জন। উত্তীর্ণ হয়েছেন ১ হাজার ৮২৭ জন। এতে প্রথম বিভাগ পেয়েছেন ৫১৭ জন, দ্বিতীয় বিভাগ পেয়েছেন ১ হাজার ২২৭, তৃতীয় বিভাগ পেয়েছেন ৮৩ জন।



মন্তব্য চালু নেই