ডিএমপি কার্যালয় ঘেরাও কর্মসূচীতে হামলাকারী পুলিশ সদস্যদের বিচারের দাবীতে বিক্ষোভ
বর্ষবরণে নারী লাঞ্ছনাকারীদের গ্রেফতার ও বিচার, ডিএমপি কার্যালয় ঘেরাও কর্মসূচীতে হামলাকারী পুলিশ সদস্যদের বিচারের দাবীতে বগুড়ায় প্রগতিশীল সংগঠন সমূহ সম্মিলিত প্রতিবাদ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
বুধবার বেলা সাড়ে ১১টায় শহরের সাতমাথা থেকে বগুড়ার প্রগতিশীল সংগঠন সমূহ সম্মিলিত প্রতিবাদ বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক দক্ষিণ করে সাতমাথায় এসে শেষ হয়। পরে যুব ইউনিয়ন বগুড়া জেলা শাখার সভাপতি সাজেদুর রহমান ঝিলাম এর সভাপতিত্বে সাতমাথায় সমাবেশ করা হয়।
সমাবেশে সিপিবি বগুড়া জেলা শাখার সভাপতি জিন্নাতুল ইসলাম জিন্না, বাসদ জেলা আহবায়ক এ্যাডভোকেট সাইফুল ইসলাম পল্টু, ওয়ার্কার্স পাটি বগুড়া জেলা সভাপতি এ্যাডভোকেট আব্দুর রাজ্জাক, সিপিবি সহ সাধারণ সম্পাদক পৌর সভার প্যানেল মেয়র আমিনূল ফরিদ, ট্রেড ইউনিয়ন কেন্দ্র বগুড়া জেলা সহ সভাপতি ফজলুর রহমান, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বগুড়া জেলা শাখার সাধারন সম্পাদক মাসুদ পারভেজ, উদীচী সহ সাধারণ সম্পাদক মাহমুদুস সোবহান মিন্নু, কৃষক সমিতি নেতা হাসান আলী শেখ, কৃষক ফ্রন্ট সংগঠক সাজেদা খাতুন, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম বগুড়া জেলা আহবায়ক দিলরুবা নূরী, সিপিবি নারী সেল সংগঠক ফারহানা আকতার শাপলা, চারণ সাংস্কৃতিক কেন্দ্র জেলা সংগঠক রাধা রানী বর্মন, যুব ইউনিয়ন জেলা সাধারন সম্পাদক শাহনিয়াজ কবির খান পাপ্পু, সাংগঠনিক সম্পাদক শুভংকর গুহ রায় বাবুন, ছাত্র ফ্রন্ট বগুড়া জেলার সভাপতি কিবরিয়া হোসেন, সাধারণ সম্পাদক শ্যামল বর্মন, ছাত্র ইউনিয়ন সাধারণ সম্পাদক শাওন পাল, সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন, ছাত্র নেতা মাসুকুর রহমান শিহাব, বিপুল ময়না ও তারেক প্রমুখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সমাবেশে বক্তারা বলেন, যখন নববর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারীরা লাঞ্ছিত হয় তখন পুলিশ কোন নিরাপত্তা দিতে পারে না। অপরাধীদের পুলিশ ধরতে পারে না। কিন্তু লাঞ্ছনাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে অনুষ্ঠিত কর্মসূচীতে পুলিশ যথাযথভাবে লাঠিচার্জ করতে পারে, নারী ছাত্রনেতা-কর্মীদের উপর হামলে পড়তে পারে, নারীদের লাঞ্ছিত করতে পারে এবং নিপিডন চালাতে পারে। এই পুলিশ কিনা জনঘনের নিরাপত্তা দিবে? পুলিশ এভাই রাষ্ট্রের ফ্যাসিষ্ট শাসকদের নিপীড়ক যন্ত্র হিসাবে জনসম্মুখে ন্যাক্কারজনক ভূমিকা পালন করে যৌন নিপীড়ক ও নারী লাঞ্ছনাকারী সন্ত্রাসীদের রক্ষা করে চলেছে। বক্তারা হামলাকারী ও নিপীড়নকারীদের প্রতি তীব্র নিন্দা ও ঘৃনা প্রকাশ করে অবিলম্বে তাদের গ্রেফতার ও বিচার দাবী করেছেন।
মন্তব্য চালু নেই