ডিআইজির ‘ধর্ষণকাণ্ডে’ পুনম
নারী মডেলকে মুম্বই পুলিশের ডিআইজি সুনীল পারসকরের বিরুদ্ধে যৌন হেনস্থার ঘটনায় এবার জড়িয়ে গেলেন অভিনেত্রী পুনম পান্ডে। ডিআইজির বিরুদ্ধে করা অভিযোগকারী সেই মডেলই পুনমকে এ রসায়নে টেনে এনেছেন।
ওই মডেল মামলায় অভিযোগ করেছেন, অভিযুক্ত ডিআইজির সঙ্গে পুনম পান্ডের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। আর সে কারণেই পুনমের কথা মতো ডিআইজি তাকে বিভিন্ন সময় হয়রানি করতেন। এক পর্যায়ে যৌন হেনস্থা করা হয়।
মডেলিং জগতে পুনমের সঙ্গে তার প্রতিযোগিতা। আর সে কারণেই ডিআইজিকে দিয়ে পুনম পান্ডে এ ঘটনা ঘটিয়েছে।
এদিকে অভিযোগের ভিত্তিতে পুনম পান্ডেকে মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ জেরা করবে বলে জানা গেছে। পুলিশ পুনমকে জেরা করে জানতে চাইবে অভিযোগকারীর সঙ্গে পুনমের কী সম্পর্ক।
মন্তব্য চালু নেই