ডায়াজকে অদ্ভুত নামে ডাকেন ব্যারিমোর
হলিউডের জনপ্রিয় কমেডি অ্যাকশনধর্মী চলচ্চিত্র ‘চার্লিস অ্যাঞ্জেলস’-এ ২০০০ সালে একসঙ্গে অভিনয় করেছেন ড্রিউ ব্যারিমোর এবং ক্যামেরন ডায়াজ। কিন্তু তার অনেক আগে থেকেই দুজনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। বলতে পারেন একেবারে কিশোর বয়স থেকেই। দুজনই খুব হাস্যরসিক।
ড্রিউ ব্যারিমোর তার কৈশোরের বন্ধু ক্যামেরন ডায়াজকে আদর করে এক অদ্ভুত নামে ডাকেন। আর অদ্ভুত সেই নামটি হচ্ছে ‘পু পু।’ এই নামেই ডায়াজকে ডাকেন ব্যারিমোর।
ড্রিউ ব্যারিমোর বলেন, আমার বয়স যখন ১৪, তখন থেকে ‘পু পু’র সঙ্গে আমার পরিচয়। আমি তখন একটি কফি হাউসে কাজ করতাম। পু পু তখনও অভিনয় শুরু করেনি। আমিও অন্য কিছু করতে চাচ্ছিলাম।
বন্ধুর দেয়া অদ্ভুত নামে অবশ্য আপত্তি নেই ডায়াজের। কারণ তারা দুজনই খুব হাস্যরস পছন্দ করেন। ক্যামেরুন ডায়াজ নিজেও ব্যারিমুরকে মজার সব নামে ডাকেন।
মন্তব্য চালু নেই