ডাস্টবিন থেকে জীবিত নবজাতক উদ্ধার

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের পুরাতন রেলস্টেশন এলাকার রাস্তার পাশে একটি ডাস্টবিন থেকে এক জীবিত নবজাতক কন্যা শিশুকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসীরা জানান, মঙ্গলবার রাত ১১ টায় রেল স্টেশনের পাশ দিয়ে যেতে ডাস্টবিনে শিশুটির কান্না শুনতে পান এলাকার এক পথচারী মইনুল হক। পরে তিনি এলাকাবাসীদের খবর দিয়ে তাদের সহযোগিতায় শিশুটিকে উদ্ধার করে রাতেই কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করান। বুধবার সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে শিশুটিকে শহরের খাদিজা নামের এক মহিলার তত্বাবধায়নে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানা যায়।

সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ নজরুল ইসলাম জানান, শিশুটির জন্মের দুই ঘন্টার মধ্যে হয়ত ডাস্টবিনে ফেলা রাখা হয়েছিল। হাসপাতালে নেয়ার পর সে এখন সুস্থ আছে। তবে নববর্ষের কারনে হাসপাতাল কর্তৃপক্ষ তার নাম দিয়েছে বৈশাখী। পরিচয়বিহীন এ কন্যা শিশুটির ব্যাপারে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান এ কর্মকর্তা।



মন্তব্য চালু নেই