ডার্বির জন্য প্রস্তুত রোনালদো?

গত মৌসুমে রিয়াল মাদ্রিদকে লা লিগা শিরোপা হারাতে হয়েছিল দিয়েগো সিমিওনির দল অ্যাতলেটিকো মাদ্রিদের কাছে। তাই এবারও তাদের পথের বাধা হতে পারে নগড়-প্রতিদ্বন্দ্বী অ্যাতলেটিকো। আর শরিবারই অ্যাতলেটিকো-রিয়াল ডার্বি মাঠে গড়াচ্ছে। তাই ম্যাচটির গুরুত্ব একটু আলাদাই হবে রিয়াল বস কার্লোস আনচেলত্তির কাছে।
সেই গুরুত্ব বোঝেই রোনালেদোকে বিশ্রামে পাঠিয়ে ছিলেন আনচেলত্তির পুরোপুরি ফিট হয়ে ফিরে আসার জন্য। এখন সেই প্রক্রিয়ার মধ্যেই আছেন। রোনালদো। শনিবারই মাদ্রিদের ডার্বি পরীক্ষা। তার আগেই নিজেকে তৈরি করতে পারবেনতো রোনালদো? এমন আশঙ্কা এখন সবার মনে। রিয়ালভক্তদের জন্য সুখবর হলো রোনালদো এগিয়ে গেছেন আরো এক ধাপ। এতদিন একা একা অনুশীলন করছিলেন বিশ্রাম থেকে ফিরে। চব্বিশ ঘণ্টা আগে তাকে দেখা গেছে দলের সাথে অনুশীলনে ফিরতে। যার অর্থ হলো ডার্বির জন্য প্রস্তুতিতে পিছিয়ে থাকছেন না সিআর সেভেন।
তবে রোনালদোর আরেক মাদ্রিদ সতীর্থ কারভাজাল ও জেসে। কারভাজাল যে ডার্বিতে খেলছেন না তা প্রায় নিশ্চিত। তার জায়গায় দেখা যেতে পারে রাইট ব্যাক স্পেনিশ ডিফেন্ডার আলভারো আবেলোয়া।



মন্তব্য চালু নেই